‘’ অভিমান ‘’ শব্দটা
বড় বেশী বোকা বোকা মনে হয়
বুকে আক্ষেপ পুষে
প্রতীক্ষা ছাড়া আর কিছু নয় ।।  


অভিমান করেছি  যে
সে কথাটা বোঝাতেই যদি চাই,  
নানা ভাব ভঙ্গিতে  
গোপনের পরিচয় দিয়ে যাই,  
তা হলে তো মন নেই,  
প্রেম এক শারীরিক অভিনয় ।।  


সুগোপন ব্যথাটাও আর কারো প্রাণে
যদি বেজে ওঠে তবে, প্রেম কী, সে জানে ।


অকারণে হলেও তো  
এ জীবনে অভিমান  এসে যায়,  
হৃদয়ের ইঙ্গিতে
সে ব্যাথাও সুমধুর হতে চায় ।  
তা যদি বোঝেই কেউ  
প্রেম তার চিরদিন বুকে রয় ।।
---- মোহাম্মদ রফিকউজ্জামান // ০৫/ ১১/ ২০২১