ওরে প্রেম,
আর কি নিবি, আর কি আছে বাকি
বুকে আমার গুন ধরালি
সুখের আশা খুন করালি
তবু আমি তোকে নিয়েই থাকি ।।
চোখের থেকে দৃষ্টি নিলি
বুকের থেকে শ্বাস
জীবন থেকে কেড়ে নিলি
হাজারো বিশ্বাস
তবু তোর এই মরণ খেলায়
মরণ হবে নাকি ।।
চাওয়ার থেকে ইচ্ছা নিলি
পাওয়ার থেকে সাধ
নিজের থেকে আসে না আর
নিজেরই সম্পাদ
তবু তোকে আপন করে
তোরেই পিছু ডাকি ।।