অন্তরে সব গাঁথা তবু
অন্তরাতেই থেমে আছে গান,
মিলে যেতে যেতেই পথে  
কোথায় যেন একটু ব্যবধান ।।  


মনের চাওয়া, চোখের চাওয়া হতে
অদৃশ্য কোন বাঁকের কাছে হারায় অন্য শ্রোতে  
ভিতরে বয় একই ধারা
বাইরে কোথায় কাঁদে অভিমান ।।  


কথার চাওয়া সুরের হাওয়া পেলে  
অনন্ত প্রেম স্বরূপ পেতো অপার দৃশ্য মেলে  
কে জানে সেই পথই কেন
লজ্জ্বা দ্বিধায় আনে পিছুটান ।।
----- মোহাম্মদ রাফিকউজ্জামান  // ০৯/ ০২/ ২০২২