অন্তর জ্বালাইয়া বন্ধু প্রেমেরই আগুনে
তুমি আমি হইলাম খাঁটি সোনা
এই জগতে জনম নিলাম
দুই জনার লাগিয়া দুই জনা ।।


বন্ধু তোমার পাগল করা
দুই নয়নের ছায়
স্বপন দেখে যেন আমার
জীবন কেটে যায়
আমার মরণ হলেও বন্ধু তুমি
দুই চোখের আড়াল কইরো না ।।


এক জনমে তোমায় পেয়ে
ভরবে না তো মন
হাজার হাজার বছর কেন
হয়না এ জীবন
যেজন এতো সাধের প্রেম দিয়াছে
সে কেন সময় দিলো না ।।