অন্য রকম কিছুই কি হতে পারতো না ?
এই যে যেমন মাঝখানে এক দেয়াল,
তুমি চাইলেই বিদ্রোহী মন দেয়ালের ধার ধারতো না ।।  


আর একবার চেনা নাম ধরে ডাকতে -
আহা যদি তুমি ডাকতে,
এমন হাজার দেয়াল পেরিয়ে যেতাম --
যেখানেই তুমি থাকতে,--
যদি একবার ডাকতে ।
শুনতে পেলেই, ভালোবাসা জানি হারতো না
না না হারতো না ।।


ওপারে যখন পৌঁছায় এই অন্তর চেরা হাহাকার
জেনেও হয়তো তুমি ভাবো, ''এই আর্ত কান্না আহা কার'' !


কোন পথটায় কতো কাটা আছে বলতে -
আহা যদি তুমি বলতে,
আমার পায়ের উপর পা রেখে না হয়
সারা পথ হেঁটে চলতে ।
যদি একবার বলতে ।
সাধ্য কী আর ছেড়ে চলে যেতে? আর তো না
নানা আর তো না ।।


--- মোহাম্মদ রফিকউজ্জামান
শুরুঃ- ২৮/১২/২০ থেকে শেষঃ-  ১২/০১/২১