ও নীরব মাঠ, মাঠের ওপারে ঝাপসা তালের সারি
জোছনার কাছে তোমাদের রেখে গেলাম  
বলতে গিয়েই দেখোনা কেমন যেন  
কথার ভিতরে ব্যথার হোঁচট খেলাম ।।  
#
আবার তো সেই ইটের উপরে  ইট  
সিমেন্টে  জমা নির্মম কংক্রিট  
মাঝে ক’টা দিন আদরে জড়ানো তোমাদের ছোঁয়া পেলাম ।।  
#
জীবনটা এক অমোঘ মোহের টান
অদৃশ্য কী-যে স্বর্গের সন্ধান !
বুঝি না-তো কোন মরীচি মায়াতে তোমাদের ছেড়ে এলাম ।।
------ মোহাম্মদ রফিকউজ্জামান //  ১৬/ ০২/ ২০২১
[ ১০/ ১১/ ’২০, যশোর থেকে ফেরার আগের রাতের স্মৃতি ]