অনেক বড় ঘরনীও ঘর পায় না
অনেক বড় সুন্দরীও বর পায় না
তবু, মন ওরে মন তুই কেন উচাটন
কেন তোর তর সয়না, না সয়না ।।


সারাক্ষণ থাকলে কারো চোখের তারায়
সহজেই পায় যদি কেউ হাত ইশারায়
সে পাওয়ায় আর যাই থাক, দর রয়না ।।


যদি কেউ পেতে চায় কারো কুমারী মন
কিছু তো করতে হবে সাধ্য সাধন
সে পাওয়া পায় যে, সে পর হয় না ।।