ওই সন্ত্রাসী মেয়ে, আমায় একেলা পেয়ে
করে হামলা, করে হামলা, করে হামলা
আমি তোমার কাছে দিলাম এই মামলা ।
ওই রাক্ষুসী মেয়ে, আমায় অবলা পেয়ে
করে হামলা, করে হামলা, করে হামলা
ওরে ভাইয়া রে তোর বউটাকে সামলা ।
একদিকে বউ আর একদিকে বোন
কার কথা রাখি আর ভাঙি কার মন ।।
ননদিনী রায়বাঘিনী দেখো কেমন করে
জলদি ওকে দাও পাঠিয়ে ওর স্বামীর ঘরে
দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি
বর আনি এখনই নিয়ে যাবে তখনই ।
পরের ঘরে পরে যাবো বিদেশ আগে যাবো
বিলেত ফেরত ডাক্তারের ডিগ্রী আগে নেবো
থাকতে আমার মতো ভাই, চিন্তা তোর কিছু নাই
বিমানে চড়িয়ে তোকে বিলেত পাঠাবো ।।
ভাইয়া রে তোর বিয়ের সানাই জলদি করে বাজা
ভাবী হবে বৌরানী তুই হবি রাজা
সাজ সাজ সাজুনি বাজুক বিয়ের বাজুনি
লাজ ভেঙে লাজুনি সুখে রবো দুজনই
এতো আশা দিও না গো লাগে বুকে ভয়
এতো সুখের স্বপন যদি মিথ্যে কভু হয়
না না মিথ্যে কিছু নয়, তুমি মিছেই করো ভয়
সুখের ঘরে ভালোবাসার হবেই হবে জয় ।।