অচেনা বন্দরে যাবো ---
যেখানে নেই কেউ
ওঠে না কোনো ঢেউ
স্মৃতি বা প্রত্যাশা – খোঁজে না কোনো ভাষা
নীরবে সেখানে হারাবো ।।
আছি যে, এ ধারণা – অযথা প্রতারণা
ছড়ানো বঞ্চনা তাতে
ফেরা তো শুধু খালি হাতে ।
সে কার চলাচলে – সে কার কোলাহলে
মিথ্যে বাসনা পোড়াবো ?।
গমনাগমনের প্রান্তে গেলে তার পরে
শূন্যে পূর্ণতা, পূর্ণে শূন্যতা ভরে ।
কখনো কোনো বাঁশি – চকিত কোনো হাসি
বলে না চঞ্চল হতে
ভাসে না কিছু কোনো স্রোতে ।
শুধুই থেমে থাকা – শুধুই প’ড়ে ঢাকা
চিহ্নহীনতাকে পাবো ।।
----- মোহাম্মদ রফিকউজ্জামান // ২১/ ০২/ ২০২৩