না----
ও মেয়ে কৃষ্ণা
এ জ্বালা দিস না
বুকে যে তৃষ্ণা তৃষ্ণা
যদিও জানি এ বিষ না
তবুও এ জ্বালা দিস না ।।
বিষ হলে শিস বাজাতে বাজাতে মরতাম
মিসকালো নিষ্ক্রান্তির পথ ধরতাম
তুই কেন তবে সে পথে চালিয়ে নিস না !!
ইস কেন ফিস-ফিসিয়ে আমাকে ডাকছিস
বিশ্বাসে দৃষ্টান্তের ভুল আঁকছিস
তুই কি আমাকে ছেড়েও যেতে পারিস না !!
--- মোহাম্মদ রফিকউজ্জামান
০৪ / ০২ / ২০২০