ও বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ
এ-ডাক শুনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে যাই
একতাবদ্ধ সবল চরণে, সব বিধি-বাধা মাড়িয়ে যাই ।।
বিশ্ব আকাশ দিগন্তে নামে এই দেশেই
আমার সাগর পাহাড় নদীর কোল ঘেঁষেই
উদয় সূর্য পতাকায় ধরে গরবের সীমা ছাড়িয়ে যাই ।।
স্বপ্ন সবার অনন্ত করে তাই সাজাই
শহীদ প্রাণের জীবন জয়ের সুর বাজাই
তাঁদের স্বপ্ন বৃথা নয় জেনে সমুখে চরণ বাড়িয়ে যাই ।।