.                 নূরে নূরে মিলে দ্যাখো
                  আলোয় আলো হ'লো দ্বিগুন
                  সাঁইগো তোমার প্রেমের খেলার
                  এমনই গুণ।।


তোমারই--     অরূপ লীলায় আমায় ঢাকো
তোমারই--     নাম ধ'রে সাঁই আমায় ডাকো
আমি আর--    নইতো আমি
হ'য়েছি--        পূর্ণকামী তোমার আগুন।।


                  তুমি জ্বলো আমি হ'য়ে
                  আমি জ্বলি ক্ষ'য়ে ক্ষ'য়ে
মিলনের--       এমন জ্বালা
                  অনন্তকাল চলে ব'য়ে ।


চলে এক--     দেহের ভিতর দোহের খেলা
তুমি যেই--     প্রেম দরিয়ায় ভাসাও ভেলা
দেখে রূপ--     জামান বলে
নিজেরই--      অঙ্গে জ্বলে সোনার ফাগুন।।