নদীর ধারেই পথ
পথ পেরোলেই গাঁ
গ্রামের পরে গ্রাম পেরুলেও
সবুজ ফুরায় না,
সেই তো আমার দেশ--- বাংলাদেশ ।।
মাঠ ছাড়িয়ে- গ্রাম ছাড়িয়ে
চোখের নাগাল যায় হারিয়ে
যে দিকে যদ্দূর
যেন- সবুজ সমুদ্দুর ।
হাজার পাখির নীড় ছোঁয়া সেই
গানের ঠিকানা ।
সেই তো আমার দেশ--- বাংলাদেশ ।।
বুক ভরানো- মন ভরানো
মাটির দাওয়ায় সুখ জড়ানো
ভালোবাসার ঘর
যেন- ছড়ানো অন্তর ।
অবাক আকাশ যায় ছুঁয়ে সেই
সুখের আঙিনা ।
সেই তো আমার দেশ---বাংলাদেশ ।।