নদী চায় চলতে
তারা চায় জ্বলতে
আমার এই মনটা চায়
মনের কথা বলতে ।।
তুমি কি শুনবে
বলনা শুনবে কি?
নদীটির ওই ধারা
আকাশের ওই তারা
তুমি গুনবে কি?
পথেরই প্রান্তে
কি আছে জানতে
সাথে কি চলবে আজ
পথের কাঁটা দ্বলতে ।।
তুমি কি বুঝবে
বলনা বুঝবে কি?
হৃদয়ের কোন খানে
কথা হয় কোন গানে
তুমি খুঁজবে কি?
প্রেমেরই সজ্জা
ভোলাবে লজ্জা
সে প্রেমে পুড়তে চাই
মোমের মতো গলতে ।।