নিজেকে জ্বালিয়ে আলো ছড়ালেও প্রদীপ আমি তো নই
সে আলোয় দেখা সকল প্রাণের মিলনেই ‘আমি’ হই ।।


এই যে আমার জ্বলে উঠবার জ্বালা
এখানেই থামে নিজেকে খোঁজার পালা
এর পর আমি নই তো গোপন, মেলে রাখা এক বই ।।


তাই আমি আজ যেদিকে তাকাই  
আমাকেই পাই – আমাকেই পাই --  
আমার থাকা বা না-থাকায় আর  
কোনো ভেদাভেদ নাই ।


তাই তো অলীক পোড়া সলতের কায়া  
সামাজিক মোহে সাজানো ভুলের মায়া
সেই ভুল নিয়ে খুঁজবে যে জন, পাবে না সে আর থই ।।
---- মোহাম্মদ রফিকউজ্জামান // ০৩/০৩/২০২০