নাগরিক কবি এসো গান শোনো এসে
তোমার পূর্ব পুরুষ গাইতো যে গান
পদ্মা, মেঘনা, যমুনায় ভেসে ভেসে ।।
একবার জোরে শ্বাস টেনে নাও ঘ্রাণ
দেখবে তোমার বুকের রক্তে গান
সেই গান ছেড়ে আশ্রয় খোঁজও
তুমি কোন ভিনদেশে ।।
তোমার কলবে ফোঁটে না গানের বাণী
ফোঁটে না কোমল দোলন চাঁপার
নকল পুষ্পে ভরে রাখো ফুলদানি ।
বন, মাঠ, নদী পার হলে একবার
ফিরবে কোথায় তোমার দৃষ্টি আর
সেই গান দেখো অন্তর জুড়ে
কতো কান্নায় মেশে ।।