না থাক ময়ূর কোনো খানে
মনের ময়ূর নাচাও না
না-ই থাক মেঘ - বৃষ্টি আবেগ
পিয়াসী এ মন বাঁচাও না !!
আয়না দু'চোখ কাছাকাছি হোক
দেখুক আমার অন্তরলোক
প্রেম সে কেমন - বুঝবো দু'জন
তুমি কি নিজেও তা চাও না !!
জানি অনন্ত বিশ্বাস, সে-ই প্রেম,
কোথাও যখন কোনো কিছু নেই
শুধু দুজনের নিঃশ্বাস, সে-ই প্রেম ।
স্বপ্ন তো নয় ফেরারি সময়
সোনার খাঁচায় তার সঞ্চয়
তার যে বাঁধন - মুক্ত সে ধন
খাঁচা সে, আবার খাঁচা-ও না ।।
(০৭/০৯/২০১৭-০৯/০৯/২০১৭)