‘‘ময়নাপাড়ার’’ কৃষ্ণকলিকে দেখিনি
বৃন্দাবনের কৃষ্ণ-অলিকে দেখিনি
দেখি কথা হয় কলিতে-অলিতে
কী থাকে গোপন সে বলাবলিতে – জানি না ।।


কী ভাষা ফোটে যে বুকের গভীরে
কী দোলে দোলাতে গানের কবিরে
কী ঘটে মনের অচেনা গলিতে – জানি না ।।


যাকে দেখি এক ঝলকে  
প্রশ্ন করে সে, ‘বলো কে?’
কী জবাব দেবো, চোখ ধাঁধানো সে পলকে !


কে এসে হারালো আবার আড়ালে
কে ধরা দিলো না দু’হাত বাড়ালে
কে থাকে গানের কবিতাবলিতে – জানি না ।।
---মোহাম্মদ রফিকউজ্জামান //০৫/০২/২০২০