মোটামুটি গোল - তেলের বোতল
গড়াতে গড়াতে চলে গেলো ।
সারা গায়ে তেল – ঘ্রাণ বিটকেল
ছড়াতে ছড়াতে চলে গেলো।।


উপরে চড়ার - সাধ যতো তার
তেলের চাকায় চড়ে গেলো,
যতো অপরাধ – যতো অপবাদ
তেলে সব চাপা পড়ে গেলো ।  
তৈলের গুণ – পেলো যে বেগুন
সে অজ্ঞ, তাই  - তার নেশাটাই
চড়াতে চড়াতে  ঢলে গেলো ।।


বোঝে বা কজন – কার কি ওজন  !
মিছেই সময় বয়ে গেলো ,
ছিলো ফাঁপা ঢোল – এলোমেলো বোল  
শুনে তাও কানে সয়ে গেলো ।  
স্বার্থের সুখ – পাওয়া কিছু মুখ
প্রশংসা আর – কীর্তি অপার
জড়াতে জড়াতে বলে গেলো ।।
----- মোহাম্মদ রফিকউজ্জামান // ০৮/ ০১/ ’২২