মনের মধ্যে পাখনা মেইলা
প্রজাপতি উড়লো সই
তবু মনের বাগানের ফুল ফুটলো কই
তাই নাচে ভুলে গানে ভুলে
উড়কি ধানের মুড়কি ভাজি
বিন্নি ধানের খই ।।


শোনো পায়ের নূপুর বাইজা কয়
হাতের কাঁকন বাইজা কয়
সময় কালে ফুল ফোটাতে তাতে কিসের ভয়
যদি আসে অলি ফুটবে কলি
লজ্জা শরম ভুইলা আমি
ক্যামনে নিলাজ হই ।।


আহা মধুর সময় চইলা যায়
বুকের ভিতর জ্বইলা যায়
বুঝেও কেন বুঝিনা এ অন্তর কি যে চায়
দুটি আঁখি খোলো পাখি
পোষ মানিয়ে বল না তারে
ক্যামনে ঘরে রই ।।