মনে তো পড়ে না, কেন মনে পড়ে না
কোন ঝরে এলোমেলো
হয়ে গেলো এ জীবন
স্মৃতির আড়াল কেন সরে না ।।


কে তুমি কে বলো তুমি কে?
কেনো আড়ালে থেকে, যাও আমাকে ডেকে
নিজেকে হারিয়ে আমি খুঁজি নিজেকে
আগুনের অশ্রুতে ভরে গেল দু'নয়ন,
অশ্রু তোমার কেনো ঝরে না ।।


কে তুমি কে বলো তুমি কে?
এসে দাও না দেখা, আর পারি না একা
আঁধারে ঢেকেছে কেনো ভাগ্য রেখা
হৃদয়ের আলো দিয়ে ভেঙে দিতে এ আঁধার,
ইচ্ছে তোমার কেনো করে না ।।