মন দেখে কে কবে মন দিয়েছে
রূপের ওই আগুন না হলে তো
মন পোড়ানো হয় না,
রূপসীর মনটা খাঁটি হোক বা না হোক
কিছু এসে যায় না ।।
যদি না বাঁকা ঠোঁটে ফুটতো হাসি
কে বলো পড়তো তোমার প্রেমের ফাঁসি
অধরে গোলাপ যদি না ফোটেতো
ভ্রমর ফিরে চায় না ।।
যদি না দুটি চোখে বিজলি জ্বলে
বাসনা জ্বলবে বলো কোন অনলে
আমিতো রূপেই পাগল তাই ধরি না
মন যা চায়ের বায়না ।।