মন আমার ছোট্ট বাসা
সে বড় ভালোবাসা
সে বাসায় করতে বসত
এসেছে ভালোবাসা ।।
কি থেকে কি হলো যে
কি জানি কি হবে পরে
ভালোবেসে ভুল করে সেই
যে বেশি হিসাব করে ।
আমি যে অন্ধ হলাম
ভালো নাকি মন্দ হলাম
ভালো এই অজানায় শ্রোতে ভাসা ।।
হৃদয়ে ফুল ফোঁটালো
ভালোবাসা দিনে দিনে
দুটি আঁখি বন্ধ রেখে
আমি তা নিলাম চিনে ।
জানি এই বেশ হয়েছে
বাঁধা সব শেষ হয়েছে
এভাবে দুজনার কাছে আসা ।।