মহাকাল সেতো অকুল মহাসমুদ্র
এক শতাব্দী সেখানে হয়তো শিশিরের মতো ক্ষুদ্র
তবু সে শিশির কণা -----
হয়েছে মুক্তা হয়েছে অশ্রু
কভু আনন্দ, কখনো বা যন্ত্রণা ।।


শত গ্রীষ্মে কি শত বসন্ত শীতে
ভরেছে পৃথিবী মহামানবের শত শত কীর্তিতে
মহাযুদ্ধের মহাধ্বংসের মহামারী পার হয়ে
স্বাধীনতা এনে গেয়েছে আবার জীবনের বন্দনা ।।


আজ- শত বছরের অভিজ্ঞা পিছে ফেলে
একদিকে স্মৃতি
একদিকে আছি সামনে দু হাত মেলে ।


নব সূর্যকে নবদিগন্ত পারে
করি আহ্বান নবজীবনের শত শত সম্ভারে
চির সুন্দর চির শান্তির শুভ আগামীর গানে
মুছে দিতে হবে মরা অতীতের আঁধারের গঞ্জনা ।।