মাঠের সবুজ থেকে সূর্যের লাল
বাংলাদেশের বুক এতই বিশাল
এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে
পূবের আকাশে আসে নতুন সকাল ।।
চাষীর খুশির গানে
সোনা রং ধানে ধানে
ভরে ওঠে পল্লীর বুক,
নদী বলে কলতানে
মাঝির দাঁড়ের টানে
সাগরে সে যেতে উৎসুক ।
জেলের খুশির রঙে রূপালী ইলিশ
যেখানে ভরিয়ে তোলে প্রসন্ন জাল ।।
কবির প্রাণের কথা
সুরে পায় মুখরতা
জেগে ওঠে শিল্পীর মন,
ভেসে ওঠে স্বাধীনতা
ঘোচায় সকল ব্যথা
মনে মনে গড়ে বন্ধন ।
নতুন শতাব্দীকে- সোনালী স্বদেশ
শোনাবে এসব কথা অনন্তকাল ।।