মানদণ্ড না জেনে ষণ্ড গন্ডগোলে কূল হারালি
জানলি না-তো কোনখানে জল
অটল তলে হয় সুনির্মল
কোনখানে তার চোরাবালী ।।


আগেই নামলে চেনা শক্ত
কোথায় ভক্তি কোথায় ভক্ত
অসময়ের কোন কু-রক্ত
দেখাবে কোন দুষ্ট-নালী ।।


মিলন তত্বে ভুলে সত্তা
কিসের দত্ত, কিসের দত্তা
হলে ভাটির টান প্রমত্তা
থাকে অসার মন্ত্র খালি ।


একেক চক্র করে ছিন্ন
হবেই রাখতে স্বীয় চিহ্ন
বলে জামান, সেই অভিন্ন
সহস্রারের পুষ্পমালী ।।



২১ / ০৪ / ২০১৯