মান বড় না মানি বড়
বলেন দেখি মিয়া ভাই
মানী লোকের থাকলে মানি
মানহানীর চিন্তা নাই ।
চারিদিকে দেখে কিন্তু
একটা কথাই মনে হয়
মানি নাই মানও নাই
মান কিনতেও মানি চাই ।।


টাকা যদি থাকে তবে
বিদ্যা হীনও বুদ্ধিমান
টাকার জোরে সকলেরে
একাই করে বুদ্ধি দান
হায়রে কলিক পেজের কলম ভাঙে
বুঝবে কি সে মানির মান
লজ্জা হীন হয়ে কয়
মানি থাকলে মানী হয় ।।


সভা কিংবা অনুষ্ঠানে
প্রধান অতিথি দরকার
টাকা দিয়ে অনেকে হন
সেই আসনের দখলদার
আবার সভাতে যায় হাত তালি পায়
বেশি টাকা আছে যার
আমার ভাই তোমার ভাই
মানি থাকলে হওয়া যায় ।।


প্রতি বছর পরিক্ষাতে
পাশ করে তো কতজন
ভালো কোথাও ভর্তি হতে
অনেক টাকার প্রয়োজন
আবার চান্দা বাজী কয় না এরে
নাম দিয়েছে ডোনেশন
মানি নাই ভর্তি নাই
ভর্তি হতে মানি চাই ।।


জিনিস পত্রের মূল্য বাড়লে
মানি থাকলে কিসের ভয়
মান দিয়ে তো যায়না কেনা
মানি দিয়েই কিনতে হয়
আবার বাজারের সব দামী জিনিস
ওদের কাছেই বিনিশ হয়
দেশি ফিশ পরে নিস
মানি থাকলেই হয়না মিশ ।।


মানি গেলে পাওয়া যায়
মান গেলে সবই যায় ।
মানি নাই মানও যায়
এই কথাটার ভিত্তি নাই ।।