মাঝে মাঝে মনে হয় দাঁড়িয়ে রয়েছি আমি ঠায়
সচল দৃশ্যেরা শুধু পেছনের দিকে সরে যায়
মনে হয় আমি শুধু একা
আর চারিপাশে যতো দেখা
কারো সাথে লেনা-দেনা নেই কিছু, নেই কোনো দায় ।।


পৃথিবীর দিন গেলে রাত আসে – আর,  
রাত্রি শেষে সকাল আবার
আমার এমন কিছু বাঁধা নেই ঘড়ির কাঁটায় ।।


আমার ভিতরে কোন আমি এসে আমাকেই বলে,  
‘‘বর্তমান যাকে ভাবো, সেও বাঁধা অন্যের অঞ্চলে’’ ।


কবেকার এই আমি, কোনখানে বাস !  
কিংবা আমি শুধুই আভাস
আমার হিসাব কিছু লেখা নেই কালের খাতায় ।।
--- মোহাম্মদ রফিকউজ্জামান // ০৬/০১/২০২০
[ মুক্তক অক্ষরবৃত্ত ছন্দে লেখা ]