কথা কও কিছু কথা ভেঙে নিরবতা
মুছে নাও  দু'চোখ থেকে এ বিষন্নতা ।।


হৃদয়ে জমেছে কতো প্রনয়নের গান
শোনাবো তোমাকে আমি ভুলে অভিমান
বুঝোনা কেন যে তুমি আমার আকুলতা ।।


ফুটেছে হৃদয়ে যেন মাধবী মুকুল
সুরভী নিতে তুমি করো না গো ভুল
তোমারই ছোঁয়া দিয়ে আনো মুখরতা ।।