ফেব্রুয়ারীর চৌদ্দ – গানের জন্যে পদ্য  
------------------------- ------------------------
কোনো উদ্যানে শপিংমলে কি ছইঘেরা নৌকায়
জান-সোনা-মনা আদুরে কন্ঠে কত ডাক শোনা যায়
ফুলের দোকান নিমেষেই খালি  
মাঠে পথে ঘাটে রাধা-বনমালী
ফুলে সজ্জিত, নয় লজ্জ্বিত কেউ আজ কোনো ঠায় ।।


একুশের আগে ফাল্গুনী কতো লীলাতে
ঝোপে ঝাড়ে বেড়িবাঁধে
কে-যে প’ড়ে কার ফাঁদে
ভালোবাসা চায় কী অবলীলায় বিলাতে।
আজকের প্রেম কাল কী-যে হবে, নেই কারো ভাবনায় ।।


‘‘ভালোবাসা কারে কয়’’?
বুঝতে তুমিও হে রবি ঠাকুর, থাকলে এই সময়।


দু’দিনের প্রেমে চন্দনা বসে খাঁচাতে
হয়ে ওঠে দেবা-দেবী
সুরে ডাকে ‘হাই বেবী’  
সবই ক’রে দান ছোটে শেষে প্রাণ বাঁচাতে।
এইসব প্রেম আমদানি করা মূলহারা চেতনায় ।।
----- মোহাম্মাদ রফিকউজ্জামান ।