কিছুই না-শোনা, এ যেন তোমার
অধিকার হয়ে গেছে,
তাই এ হৃদয় না-বলা কথার
কারাগার হয়ে গেছে ।।
পাহারা দিয়ে কি জমানো আবেগ
থামাতে পেরেছে কেউ
ছলকে তাই তো বেরিয়ে আসেই
প্রেমোচ্ছ্বাসের ঢেউ ।
একটু তোমাকে ছুঁয়ে দিয়ে ভাবে,
অভিসার হয়ে গেছে !!
শরতের সাদা মেঘেরা কি কারো
প্রার্থনা শুনে থামে,
বৃষ্টি হয়ে কি নামে ?
খোঁজোনি কখনো বাঁশিতে কী সুর
শোনাতে চেয়েছে প্রাণ
আনমনেই কি চেয়েছো কেবল
নেপথ্যে হোক গান !
এওকি বোঝোনি এতো দিনে কতো
অবিচার হয়ে গেছে !!
© - মোহাম্মদ রফিকউজ্জামান // ১৩/ ০১/ ২০২৪