কিছুই বলতে পারিনি ---
তুমি যেই এসে দাঁড়ালে,
বলার কথা কে চুরি করে নিলো অনেক কথার আড়ালে ।।  


হায়রে হৃদয়, হায় ---
যে কথা জানাতে এতো উন্মুখ
সেটা বলতেই ফুটলো না মুখ !  
ফিরলো সে কথা তুমি যেই এই চোখের সীমানা ছাড়ালে ।।


স্বপ্নের শেষে চমকে জেগে তো
স্বপ্ন ফেরানো যায় না
ফাঁকা হয়ে যায় আয়না।


হায়রে হৃদয়, হায় ---
যে প্রেমে জমানো ছিলো উদ্বেগ
তাকে মুছতেই জমছিলো মেঘ
বৃষ্টি হয়ে তা নেমে আসতোই দূ’হাত আবেগে বাড়ালে ।।  
--- মোহাম্মদ রফিকউজ্জামান // ১১/০১/২০২০