কি কথা যে লিখি
কি নামে যে ডাকি
কি ছবি তোমার
দুটি চোখে আঁকি
তুমি বলে দাও ।।
এ চিঠি আমার নয় চিঠি নয়
তোমারই প্রেমের এই সঞ্চয়
তোমাকে দিয়েই সুখী হতে চাই
তুমি যদি যাও ।।
দুটি জীবনের এই খেলাঘর
ভালোবাসাতেই হয় সুন্দর
ভালোবেসে তাই আমাকে তোমার
বুকে এঁকে নাও ।।