খন্ড শিলার আঘাত লেগে
উছলে ওঠে এই হৃদয়ের ঝর্ণা,
তাইতো বুঝি,
আঘাত দিয়ে চলতে শেখায় যারা
নয় তারা পর, কেউই তারা পর না ।।
বাধা পেলেই শক্তি বাড়ে বিঘ্ন জয়ের
এমনি করে পথ খুঁজে পাই পরিচয়ের
চলার পথে নিজের গতি বাড়লে
দিতে কি হয় কারো কাছেই ধর্ণা !!
যদি সমাজ আটকে পড়ে জীর্ণ-জরায়
মুক্তি পেতে যুদ্ধ করেই বাঁচি ধরায়
স্বাধীন প্রাণে কিসের প্রতিবন্ধ?
কারো ‘পরেই প্রগতি নির্ভর না ।।
---- মোহাম্মদ রফিকউজ্জামান // ১৩/ ০১/ ২০২৩