খেদ কেন গো সাঁইজ্বী লালন
''আশা পূর্ণ হলো না'' তাই
সংসার যাতনা যে কেমন
বলে কি যায়নি সিরাজ সাঁই ।।


তোমার মুর্শিদ দরবেশ সিরাজ
তুমি হলে রাজাধিরাজ ।
বিধির বামে পড়েও তার
অন্তরলোকে করলে বিরাজ ।
বাঁধন কাটার বাঁধন তোমার
যে সাধনের তুলনা নাই ।।


অন্তর চক্ষু খুললো তোমার
চিনলো জগত মূল্য তোমার
পূর্ণ আশার পূর্ণ মিলন
আর কে আছে তুল্য তোমার ?


মানব ধর্মের কর্মের ওপার
পেলে তুমি কী অধিকার !
আকার ছেড়ে আবারো কোন
সুন্দর রূপে ধরলে আকার ।
অধম জামান অপার লীলার
ভাবে মজে আছে সদাই ।।


২৩ / ১০ / ২০১৭