যতই দেখি সারা জগৎ ঘুরে
হৃদয় বাঁধা থাকে তোমার সুরে
বাংলাদেশ আমার বাংলাদেশ ।।


সবুজ সুখে চাষীর মুখে
স্বপ্ন ভরা মাটির গান
নদীর বুকে মাঝির মুখে
মন উদাসী ভাটির টান
গানের পাখি হয়ে এখানে থাকি
বাজে হাজার সুরে এই প্রাণের আবেশ ।।


সাজ বা ঘাসে বাউল ভাসে
একটি তারের একতারায়
রাতের জারি দিনের সারি
খঞ্জনি আর সারিন্দায়
রাখালিয়াতে আর বারাসিয়াতে
বাজে বাঁশরি হয়ে সুর অসীম অশেষ ।।