যতোবার তার সাথে দেখা,
ততোবার মনটাকে হত্যা করেছি ।
কী করে যে চোখে এক স্বাভাবিক দৃষ্টি ধরেছি  !!  


জানলো না সে কখনো, জানবে না আর কোনো দিন
হৃদয়ে পাথর চাপা – কেমন কঠিন ।
মুখে যে সহজ আলাপন
বুকে তার বিপরীতে,  না বলার কষ্ট ভরেছি ।।


ভয় হয়, হৃদয়টা মেলে ধরলেই
এই যে সহজ দেখা, যদি দেখি, তাও আর নেই !


সান্তনা নিয়ে বাঁচা , ভুল ছাড়া আর কিছু নয়
আশাতে জীবন বেঁধে বিফল বিনয় ।
চোখে কি জীবন দেখা যায়?
ভিতরের আমি যেন  অদেখার প্রান্তে মরেছি ।।
--- মোহাম্মদ রফিকউজ্জামান //  ১৪/ ১০/ ২০২১