গাগরি ভরনে আমি যাবো না, যাবো না
যমুনা বড় বেঈমান
হায়রে যমুনা বড় বেঈমান ।।


কালো জলে কালো ছায়া ধরে সে রাখে
পোড়া অঙ্গে কালি দিতে ডাকে আমাকে
রাখে না রাখে না কুলও মান
হায়, সেতো রাখে না রাখে না কুলও মান ।।


সারা অঙ্গ মাঝে দুটি নয়ন কালো
কালো রূপে ভুলে তাই আমারে কাঁদালো
বোঝে না বোঝে না অভিমান
হায়, বোঝে না বোঝে না অভিমান ।।