জ্বলতে জ্বলতে ঝরে যায় তারা
আমিও ঝরেছি আর জ্বলবো না
চলতে চলতে ফুরাবেই পথ
অন্তে এসেছি আর চলবো না ।।
আমি যেন আর আমি নই
যেন পড়ে শেষ করা কোনো বই
বলতে বলতে থেমে যায় কথা
থামছি এখানে আর বলবো না ।।
কাঁদে কতো আর দুটি চোখ
এই বুকে যন্ত্রণা যতো হোক
গলতে গলতে সারা হয় মেঘ
শেষ তো হয়েছি আর গলবো না ।।