জীবনের ঘড়ি থাকে থাকেনা
সে কথাটি কেউ মনে রাখেনা
ভুলে গিয়ে যতো ব্যথা, যতো অভিমান
গেয়ে যাও জীবনের গান ।।
বলো গাইবে, বলো গাইবে...... ।


আঘাত এলে তাকে ফেরাতে হবে
পড়লে আবার উঠে দাঁড়াতে হবে
সামনের দিকে পা বাড়াতে হবে
রাখতেই হবে সম্মান ।।


ভুলের যতো বাঁধা সরিয়ে ফেলে
ভালোবাসার আলো হৃদয়ে জ্বেলে
একবার বুকে নাও দু'বাহু মেলে
ভরবেই সুখে ওই প্রাণ ।।