যে শব্দ আহা শব্দের চেয়ে
বহুগুণ বেশি মিষ্টি
যে শব্দ প্রাণে বাজলেই
সুখে থরথর কাঁপে দৃষ্টি
সেই মধুর শব্দ ভালোবাসা
বাংলায় ছাড়া অমন করে কি
বলতে পারে তা কোনো ভাষা ।।


সেই ভালোবাসা ফোঁটার আগে যে
মধুর শব্দ অনুরাগ
আহা শব্দ তো নয় ফাগুনের মুখে
আবীর রঙের রাঙা দাগ
অন্য ভাষায় যাই কেন বলো
মিটবে না এই মনের আশা ।।


সেই ভালোবাসা আসার পরে যে
গভীর প্রাণের অভিমান
আহা শব্দ তো নয় বাশরীর বুকে
মধুর ব্যথায় কাঁদে প্রাণ
অন্য ভাষায় যায়না তো অতো
বুক পোড়ানোর সুখে ভাসা ।।