জানলো না কেউ আর গল্পের বাকিটা
জেনে গেলো শুধু এই
বড় সুখে আছে সেই - পাখিটা ।।
সোনার শিকল পরে পাখিটা দাঁড়ায়
আহা কী সোনালী খাঁচা সোনালী আড়ায়
এর চেয়ে বেশি ধন
পায় কোন হীরামন
এতেই তো বাঁধা থাকে সুখে থাকা-থাকিটা ।।
কোনো কোনো গল্পের শেষ থাকে না
বলবার মতো পরিবেশ থাকে না
শেষ থাকলেও তাই রেশ থাকে না ।
ওড়ার স্বাধীন আশা হারানো ডানায়
ভাবে, এ শেখানো বুলি তাকে কি মানায়
তা-ই তবু বলে যায়
একদিন দেখে, হায়
কবেই সে ভুলে গেছে সুরে ডাকা-ডাকিটা ।।
---মোহাম্মদ রফিকউজ্জামান //২৯/০২/২০২০