হৃদয় নামক যন্ত্রণারই হাতে
আজীবন বন্দী আছি আমি
প্রতিদিন তারই ইশারাতে
অচেনা অন্ধকারেই নামি ।।


সে আমার সারাটা বুক জুড়ে
আগুন হয়ে পোড়ায় নিজে পুড়ে
তবু সে আমায় ডেকে বলে
এ মরণ বাঁচার চেয়ে দামী ।।


সে আমায় অধীর করে রাখে
বিদায় দিয়ে পেছন থেকে ডাকে
আমি তো অনেক চলেও শেষে
শুরুতেই আবার এসে থামি ।।