.           হ'য়ে গেলে শমন জারী
            বন্ধ হবে দোকানদারী
            পড়বে ভেঙে সাধের এই বাজার
মনরে--   বেচা কেনা চ'লবে নাতো আর ।।


            পাওয়া ধনে এত দিনে
            লাভ হ'ল, না পড়লে ঋণে
            কাটালে দিন কোন একীনে
            একুনে তাই বোঝা হবে ভার ।।


যদি--     শমনের দায় এড়াতে চাও
            জ্যান্তে মরার পরীক্ষা দাও
            পাশ যদি হয় বে-ফিকিরে
            মহাজনের গদিতে যাও ।


            মহাজনের পেলে ক্ষমা
            লাভ যা আছে প'ড়বে জমা
            বলে জামান এক লহমা
            তেমন কপাল হবে কি আমার!!