হিজল বনের ছায়া ভেঙে ভেঙে
ভোরের সূর্য ঝরে
মাটির দাওয়ায় নিকানো উঠোনে
খড়ের চালের ঘরে ।।


নদীর কিনারে মেঠো পথ ঘেঁষে
এমনি গাঁয়ের ছবি
মুগ্ধ দু'চোখে দেখেছিলো বুঝি
জীবনানন্দ কবি
তাই - ফিরে আসবার সাধ ছিলো তার
এই বাংলার পরে ।।


পাখির কূজনে দিনমান শেষে
যখন আঁধার নামে
সন্ধ্যা সাজাতে কুপি জ্বলে ওঠে
দূরে দূরান্তে গ্রামে
কোন - উদাসীন গান যায় ছুঁয়ে প্রাণ
কার অম্লান স্বরে ।।