'ফিরে আসবই'
নিশ্চিত করে বলে যাই কি ভাবে !
যাবার সময় শুধু 'যাই' বলা যায়
বলতে কি পারি, চলে যাই কী ভাবে !!
জ্বলে জ্বলে ফুরালেই, শেষ হয় মোমের দহন
যেমন দহন শেষে আমার এ নিবুনিবু মন,
জ্বলার সময় শুধু আলো দেখা যায় -
দেখতে কে চায়, জ্বলে যাই কী ভাবে ।।
এরই নাম প্রেম,
একান্তে পোড়া শুধু ----
জানি না তো পুড়ে পুড়ে হই কি-না হেম
তবু এ-ই প্রেম ।
গলে গলে যাওয়াতেই মেঘ হয় আষাঢ়-শ্রাবণ
শরৎ এলেই তাকে স্মরণ করে না কোনো বন,
আমার দ্রবণ-ব্যথা আমি জানি শুধু
জানতে কে চায়, গলে যাই কী ভাবে ।।
--- মোহাম্মদ রফিকউজ্জামান // ৩০/ ০৩/২০২০