এতো সুখ সইবো কেমন করে?
বুঝি কান্নাই লেখা ছিলো ভাগ্যে আমার,
সুখেও কান্না তাই দু'চোখ ভরে ।।
এতো সুখ সইবো কেমন করে...
দুঃখের স্রোতে ভাসা ফুল
কোনদিন পায় না তো কূল,
আমি) বুঝি গো পথের ভুলে এলাম নতুন কূলে
এ পথ আবার দূরে যাবে কি সরে ।।
এতো সুখ সইবো কেমন করে...
স্বপ্নের মতো মনে হয়
হারাবার তাই এতো ভয়,
তবু) যেটুকু পেলাম আমি প্রাণের চেয়েও দামী,
চোখের জলে সবই যাবে কি ঝরে ।।
এতো সুখ সইবো কেমন করে...