এতো) কান্না কেন তোমার
ও আকাশ - ও আকাশ,
সেই কবে থেকে সয়ে আসছো তো মানুষের অবিচার
ধৈর্য কি নেই আর ??


জানি) তোমার প্রকৃতি ধ্বংস করেছে স্বার্থবাদী মানুষ
মহাশক্তিকে বিপথে নিয়েছে অপরাধী অঙ্কুশ
আজ) নিজেকে চিনে কি করতে এসেছো অভিশাপে প্রতিকার ??


দাও অভিশাপ দাও
বিনষ্ট করা ভারসাম্যকে তোমার দিকে ফেরাও
নদীকে বেঁধেছে, পাহাড় কেটেছে, উজাড় করেছে বন
পারমানবিক পিশাচ শোনেনি কারো কোনো ক্রন্দন ।


তুমি) আপন গতিতে ধ্বংসকারীকে ধ্বংস করো প্রথম
চিরশত্রুকে বিনাশে রেখো না কোনো মায়া সংযম
নাও) ফিরিয়ে সেখানে সত্য যেখানে খুঁজে পাবে অধিকার ।।


০১ / ১০ / ২০১৭