এসো- অন্তর সুন্দর করি
এসো- সুন্দর পৃথিবীটা গড়ি
এসো- সময়ের স্রোতে ভেসে
        সকলের কাছে এসে
        আগামীর কবিতাটা পড়ি ।।


এসো- নতুন চাঁদের হাসি হাসতে শিখি
        মানুষকে আরো ভালোবাসতে শিখি
        জীবনের অভিযানে
        জনে জনে প্রাণে প্রাণে
        মহা মিলনের গান করি ।।


বলো- সবার সমান দাবি এই মাটিতে
       সবাইকে অধিকার হবেই দিতে
       ক্ষুধা আর হানাহানি
       যতো ব্যথা যতো গ্লানি
       যেতে হবে আজ উত্তরী ।।