‘এসো প্রেম করি’
বলে দু’জনেই দু’জনার হাত ধরে,
তারপর তারা
হেঁটে চলে যায় সন্ধ্যার অন্তরে ।।
‘প্রেম’ শব্দতে বিদ্যুৎ আছে বুঝি
চমক দিয়েই হারালে কোথায় খুঁজি !
ভেজা মেঘ তাকে
লুকিয়ে রাখে কি বুকের গহিন ঘরে !!
চমকের পরে আবার চমক
চমকে চমক জ্বলে
ভেজা মেঘ তাতে পোড়ে না পোড়ে না
শুধু ধারা হয়ে গলে ।
কোন তন্ত্রীতে মল্লার ওঠে বেজে
প্রেমের আলাপ সুরেলা বীণায় সেজে !
কতো পথ তারা
পেরিয়ে এসে যে এমন ধারায় ঝরে !!
--মোহাম্মদ রফিকউজ্জামান // ০৫/০৩/২০২০